ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন বার্জার পেইন্টস

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন বার্জার পেইন্টস

মর্যাদাপূর্ণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪ এ পুরস্কৃত হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। পেইন্টস খাতে দক্ষ নারী কর্মী গড়ে তুলতে বার্জার-এর যুগান্তকারী নারী প্রশিক্ষণ পরিষেবা ‘রঙ্গনা’ এর জন্য ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইন্সটিটিউশন্স’ ক্যাটাগরিতে ‘উইনার’ এবং ‘ইকুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পুরস্কার পেল দেশের শীর্ষ পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস।

 

গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর একটি বিলাসবহুল হোটেলের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  

অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, পেইন্টস খাতে নারীদের ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ‘রঙ্গনা’। এ পরিষেবার আওতায় বার্জার এখন পর্যন্ত  প্রায় ১০০ জন নারী পেইন্টারকে ট্রেনিং দিয়েছে। শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে সারাদেশেই পরিষেবাটি ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের ট্রেনিংপ্রাপ্ত নারী পেইন্টাররা এখন নিজেদের জন্য এবং নিজের পরিবারের সদস্যদের জন্যও উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আরও উন্নত জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করতে সক্ষম।  

বার্জার পেইন্টসের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টেকসই বিভিন্ন প্র্যাকটিস এবং পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে বার্জার পেইন্টসের নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্টনার, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এবং বিশ্বব্যাংকের এএসএসইটি প্রজেক্টকে। সবার সহযোগিতা না পেলে আমাদের পক্ষে নারী পেইন্টারদের জন্য গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়ন করা বেশ কঠিন হতো।  

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস, টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখছে এমন ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।