ঢাকা: বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা বাংলাদেশে নিজেদের ব্যবসা দ্রুত সম্প্রসারণ করছে। এরই ধারাবাহিকতায় ডোমিনোজ পিৎজা বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ে উদ্বোধন করেছে তাদের ৩৬তম রেস্টুরেন্ট।
গ্রাহকদের ‘চিজি হ্যাপিনেস’ এর সুযোগ দিতে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ে ২০ অক্টোবর এ শাখাটি উদ্বোধন হয়।
আন্তর্জাতিক মানের ডোমিনোজ পিৎজার এই নতুন রেস্টুরেন্টটিকে বনানী কামাল আতাতুর্ক এভিনিউবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। পাইপিং হট পিৎজা, নতুন শুরু হওয়া অরেগানো রাইস এবং সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনোজ পিৎজা সর্বদা সচেষ্ট।
ডোমিনোজ পিৎজার মাত্র ৩০ মিনিটে ডেলিভারির বিশ্বব্যাপী সমাদৃত সেবাটি বনানী কামাল আতাতুর্ক রেস্টুরেন্ট থেকেও পাওয়া যাবে।
রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন এস ও এস চিলড্রেনস ভিলেজ এর ছাত্র-ছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেছেন, ডোমিনোজ পিৎজা গত সাড়ে পাঁচ বছরে এই দেশে সবচেয়ে দ্রুততার সঙ্গে বড় হওয়া ফুড ব্র্যান্ড এবং বনানী কামাল আতাতুর্ক- এ আমাদের নতুন এই রেস্টুরেন্ট খুলতে পেরে আমরা বেশ গর্বিত। এদেশে আমাদের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা ক্রমাগত আমাদের রেস্টুরেন্ট নেটওয়ার্ক প্রসারিত করছি। ডোমিনোজ পিৎজার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমাদের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ রেস্টুরেন্ট এ সবাইকে স্বাগত জানাতে আমরা উন্মুখ। বনানী কামাল আতাতুর্ক এভিনিউ রেস্টুরেন্ট থেকে আমরা বনানী ব্লক এ, বি, সি, ডি, জি এর সঙ্গে বারিধারা ডিওএইচএস, নেভি হেড কোয়ার্টার এবং গুলশান ২ এ হোম ডেলিভারি করতে পারবো।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন এই ব্যবসা সম্প্রসারণে তার উচ্ছ্বাস প্রকাশ করে এক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য যেকোন উৎসব থেকে শুরু করে নিত্যদিনের আড্ডায় পিৎজা, সাইড মেন্যু, রাইস এবং ডেজার্টের বিস্তৃত সমাহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বমানের গুণগতমান ও সেবার নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশি জনগণের মুখে হাসি ফোঁটাতে আমরা সারা দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছি।
প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে। বর্তমানে ডাইন ইন, ডেলিভারি এবং টেকঅ্যাওয়ে সেবার মাধ্যমে বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা ডোমিনোজ- এর সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন।
বিশ্বের বৃহত্তম পিৎজা কোম্পানি ডোমিনোজ পিৎজা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। ৯০টিরও বেশি দেশে ২০ হাজার ৯০০টি স্টোর পরিচালনাকারী ব্র্যান্ডটি বিশ্বের শীর্ষ পাবলিক রেস্টুরেন্টগুলোর তালিকায় অন্যতম।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করা ডোমিনোজ পিৎজার বর্তমানে বাংলাদেশের প্রথম সারির ছয়টি শহরে ডোমিনোজ পিৎজার সর্বমোট ৩৬টি রেস্টুরেন্ট আছে, যা ঢাকার ধানমন্ডি, পান্থপথ, উত্তরা সেক্টর ১৩, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান ১, ধানমন্ডি ২৭, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বনশ্রী, ইসিবি চত্বর, উত্তরা সেক্টর ৬, শান্তিনগর, বেইলি রোড, দনিয়া, পল্টন, শেফস টেবিল কোর্টসাইড, শেফস টেবিল গুলশান ২ এবং উত্তরা জসীমউদ্দীন এভিনিউ, চট্টগ্রামের আগ্রাবাদ, জি.ই.সি ও বালি আর্কেড, নারায়ণগঞ্জ, খুলনা, কক্সবাজার এবং সিলেট এ অবস্থিত।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরআইএস