ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট অনুষ্ঠিত

ঢাকা: দেশের শীর্ষ ২০টি কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে শনিবার (৩০ নভেম্বর) উত্তরা ইউনিভার্সিটিতে ‘এইচআর সামিট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।  

ইভেন্টে দেশের বিভিন্ন ব্যাংক, বিমা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিটিক্যাল, করপোরেট অফিসের শীর্ষস্থানীয় এইচআর পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

 

সামিটের শুরুতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন আইসিডিডিআর’বি-এর হেড অব এইচআরএম প্রফেসর ড. মোশাররফ হোসেন। এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অ্যান্ড রোলস অব ইউনিভার্সিটিস ফর ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েটস’। প্রবন্ধ উপস্থাপনের পর দুটি রাউন্ড টেবিল ডিসকাশনের মাধ্যমে এইচআর বিশেষজ্ঞরা আলোচনা করেন ও প্রশ্ন-উত্তর পর্ব গ্রহণ করেন।  

অনুষ্ঠানটির লক্ষ্য ছিল কীভাবে শিক্ষার্থীরা নিজেদের ইন্ডাস্ট্রি উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি জব মার্কেটে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।  

তিনি বলেন, আনন্দের বিষয় হলো বাংলাদেশ বর্তমানে শিল্প ও শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ৩.০ থেকে ইন্ডাস্ট্রি ৪.০ তে উত্তরণ করেছে। আমরা চাই ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে এ সেতুবন্ধন যেন আরও বেশি বাড়ে। সামিটটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্কুল, অফিস অব দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।