ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা 

ঢাকা: ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মো. আম্মার হোসাইন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

সিবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম।  

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।