ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড জিতল ইজিড্রপ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড জিতল ইজিড্রপ

বেস্ট ইউথ ইমপাওয়ারম্যান্ট টেক কম্পানি হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড জিতল ইজিড্রপ।

ওয়ান ওয়ে স্কুলের আয়োজনে ২০ ডিসেম্বর রাজধানীতে আইডিইবি ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টেক কার্নিভাল ২.০ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রাদান করা হয়।

 

ইজিড্রপ, বাংলাদেশের অন্যতম ড্রপশিপিং প্ল্যাটফর্ম যা তরুণ উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার সুযোগ প্রদান করে। এই অ্যাওয়ার্ড ইজিড্রপের দেশব্যাপী যুবসমাজকে ক্ষমতায়নের প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি।

অনুষ্ঠানে ইজিড্রপের প্রতিষ্ঠাতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই পুরস্কার আমাদের জন্য বিশাল একটি অনুপ্রেরণা। আমরা ভবিষ্যতেও তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করতে কাজ করে যাব।

উল্লেখ্য, ইজিড্রপ ৮০০-এরও বেশি মানুষকে উদ্যোক্তা হয়ে উঠতে সহায়তা করেছে। ইজিড্রপের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা বিনা বিনিয়োগে উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছে। ড্রপশিপাররা নিজেরা কোনো প্রোডাক্ট সোর্স বা স্টক করতে হচ্ছে না এবং ডেলিভারির জন্য আলাদা চিন্তা করতে হচ্ছে না। ইজিড্রপের মাধ্যমে ড্রপশিপাররা দেশের ভেতরেই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারছেন ,যার ফলে তৈরি করতে পারছে নিজস্ব ব্র্যান্ড।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।