জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টার, ২০২৫ সালের জন্য তাদের নতুন কমিটি ঘোষণা করেছে।
রাজধানীর একটি হোটেল, ঢাকা-এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সভায় ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট (এলপি) নির্বাচিত হয়েছেন ফারাহনাজ ফিরোজ। তাছাড়া ২০২৫ সালে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এলইভিপি) হিসেবে দায়িত্ব পালন করবেন আহসানুল হক আদনান। তারা একসাথে এই অধ্যায়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন।
এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন গাজী সানি ইসনাইন লোকাল ভাইস প্রেসিডেন্ট, মো. মোস্তফিজুর রহমান খান রিমাজ ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি), এবং জুনাইদ হোসেন সেক্রেটারি জেনারেল। তাসমিন হক তুলিন লোকাল ট্রেজারারের দায়িত্বে রয়েছেন, এবং হাসান হায়দার শুভ জেনারেল লিগ্যাল কাউন্সিলর পদে নিযুক্ত হয়েছেন। কমিটিতে আরও রয়েছেন নাইমুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. ফারহান আহমেদ মজুমদার, মো. সাইফ-উল-আলম, এবং বেনজির আবরার লোকাল ডিরেক্টর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় বর্তমান আইপিএলপি মো. মোস্তাফিজুর রহমান খান রিমাজ জানান, নতুন কমিটির সদস্য নির্বাচন করা হয়েছে তাদের সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলা, সংগঠনের লক্ষ্য পূরণে অবদান এবং যোগ্যতার ভিত্তিতে। এ বছর, জেসিআই ঢাকা হেরিটেজ তাদের অসাধারণ অবদান এবং অর্জনের জন্য বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। চ্যাপ্টারটি মোস্ট আউটস্টান্ডিং লোকাল প্রেসিডেন্ট পুরস্কার পাওয়ার পাশাপাশি মোস্ট অউটস্টান্ডিং মেন্টাল হেলথ অ্যাওয়েরনেস প্রজেক্ট এবং মোস্ট আউটস্টান্ডিং ওয়াটার কনজারভেশন প্রজেক্ট পুরস্কারও অর্জন করেছে। এছাড়া, চ্যাপ্টারটি প্রেসিডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং ১০০% এফিশিয়েন্সি অ্যাওয়ার্ড-য়েও সম্মানিত হয়েছে, যা তাদের চমৎকার কাজ এবং সংগঠনের প্রতি নিষ্ঠা ও প্রতিশ্র“তি প্রদর্শন করে।
এই ইভেন্টে জেসিআই ঢাকা হেরিটেজের ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। ইভেন্টে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব এবং ম্যানেজমেন্ট প্রফেশনাল, নাফিজ ইমতিয়াজুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং জেসিআই ঢাকা হেরিটেজের প্রাক্তন প্রেসিডেন্টগণ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএম