ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জের চুক্তি

ঢাকা: অনলাইনে সব আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জের পক্ষে গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুল হক (অব.), ই-কমার্স সার্ভিসের প্রধান মো. সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু ও হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা নিমিষেই এসএসএলকমার্জের মার্চেন্ট পয়েন্ট বিকাশ, নগদ, উপায় এবং রকেটের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় সহজেই সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য সব ফি অনলাইনে দিতে পারবেন।  

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থীরা কনফারমেশন পাবেন ও যে অ্যাপে বিল পরিশোধ করেছেন সেই অ্যাপেই বিলের ডিজিটাল রিসিভ দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশ ইউনিভার্সিটির আর্থিক লেনদেনকে ডিজিটাইজেশনে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।  

তারা বলেন, চারটি প্রতিষ্ঠান এখানে কাজ করবে। যে যার সেবা দেওয়ার পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।