ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ক্লেমনের উদ্যোগে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ক্লেমনের উদ্যোগে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন

ঢাকা: দেশীয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ‘ক্লেমন’ জনপ্রিয়তায় জায়গা করে নিয়েছে শহর-গ্রাম সবখানে। উৎসবে, আয়োজনে কিংবা নিত্যদিনের চাহিদায় ক্লেমন পৌঁছে গেছে সবার হাতে হাতে।

 

ক্লেমন দেশীয় ব্র্যান্ড হওয়ায় দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘদিন ধরে ব্যতিক্রমধর্মী  ক্যাম্পেইন উপহার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ক্লেমন এবার নিয়ে এসেছে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের শুরুতেই  ক্লেমন গর্বের বাংলাদেশকে তুলে ধরে লঞ্চ করেছে নতুন টিভিসি। ডিজিটাল মিডিয়া, জিডিএন ব্যানার, আউটডোর ব্র্যান্ডিং, ম্যাগাজিন, বিলবোর্ডসহ সব ধরনের মিডিয়ায় ক্যাম্পেইনটি প্রচারিত হচ্ছে। দেশের প্রতি ভালোবাসা ও দেশীয় পণ্যের সঙ্গে থাকার বার্তা নিয়ে জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররাও এ ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।  

ক্যাম্পেইনটি নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মানুষের মতো ক্লেমন বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে নিজের দেশ নিয়ে গর্ব করে ও দেশকে ভালোবাসে। আর দেশীয় পণ্যের সঙ্গে থাকা দেশপ্রেমের একটি অংশ। ক্লেমন প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে সঙ্গে নিয়ে দেশীয় ক্লিয়ার ড্রিংকস হিসেবে এভাবেই এগিয়ে যেতে চায়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।