ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিওটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
বিওটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ  ড. ফারাহনাজ ফিরোজ

ঢাকা: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নবনিযুক্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. ফারাহনাজ ফিরোজ।  প্রাক্তন চেয়ারম্যান মিসেস ফাতিনাজ ফিরোজ অপ্রত্যাশিত মৃত্যুর পর জানুয়ারি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য।

ড. ফারাহনাজ ফিরোজ মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন, এই সময়ে তিনি দু’বার শিক্ষাগত অর্জনের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন এবং নিউ ইয়র্ক স্টেট অনার সোসাইটিতে অন্তর্ভুক্ত হন। তিনি কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন থেকে বায়োমেডিকেল সায়েন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন। মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর, এবং জাপানের নারার কিন্দাই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে (অণুজীববিদ্যা এবং খাদ্য সুরক্ষায় বিশেষায়িত) পিএইচডি অর্জন করেন।

একজন শিক্ষাবিদ হিসেবে তিনি মাইক্রোবায়োলজি বিভাগে বিভিন্ন ক্লাস নেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ স্টুডেন্ট ওয়েল ফেয়ারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফোরাম বা ক্লাব গঠন করেন, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশ নিতে এবং সাংগঠনিক দক্ষতা অর্জন করতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। তার ২৫টি প্রকাশনা, ১টি বই প্রকাশিত এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বেশ কয়েকটি সম্মেলনে উপস্থাপিত হয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজির একজন আজীবন সদস্য।  

এছাড়াও তিনি ২০১৬ সাল থেকে স্টামফোর্ড ফুড অ্যান্ড অ্যাগোর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেনি অ্যান্ড পিটারস প্যালিল্যাণ্ড নামক একটি ইনডোর খেলার মাঠের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। তিনি পেনি এবং পিটারের চরিত্রগুলিকে কেন্দ্র করে শিশুদের জন্য একটি বইও লিখেছেন। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের স্থানীয় অধ্যায় ঢাকা হেরিটেজের স্থানীয় সভাপতি (২০২৫) নির্বাচিত হন। তিনি ইতোপূর্বে কোষাধ্যক্ষ (২০২৩) এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (২০২৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।