ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ মালিক মোহাম্মদ সাঈদ

ঢাকা: সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ।

এর আগে মালিক মোহাম্মদ সাঈদ প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন।

২০০২ সালে তিনি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজে যোগ দেন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি সেক্টরে কাজের অভিজ্ঞতায় নিজেকে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি কোম্পানির প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

দীর্ঘ এই সময়ে তিনি চিফ অপারেশন অফিসার, হেড অব অপারেশন এবং হেড অব মার্কেটিংয়ের মতো নানা গুরুত্বপূর্ণ পদ আসীন ছিলেন। নেতৃত্বের গুণে ও শিল্পখাত সম্পর্কে গভীর জ্ঞানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে উত্তরোত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য।

মালিক মোহাম্মেদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, তার এই সাফল্যে আমরা আনন্দিত।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন!  

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪ ৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।