ঢাকা: আসন্ন ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে গত বছরের ন্যায় এবারও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-২ অফার ঘোষণা করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার।
বুধবার (৩০ এপ্রিল) মিনিস্টার’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর অফারটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান (অব:) এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এই অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে গ্রাহক পেয়ে যেতে পারেন গরু, অসংখ্য ফ্রিজ ফ্রি, ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় উপহার।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সবসময় গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। গত বছর ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকেরা যখন ফ্রিজ কেনায় ব্যস্ত, তখনই গ্রাহকদের কথা ভেবে মিনিস্টার ঘোষণা করেছিল বছরের সবচেয়ে আকর্ষণীয় ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার এবং এই অফারে গ্রাহকদের অভাবনীয় সাড়া পাওয়ায় এবছরও ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য মিনিস্টার নিয়ে এসেছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-২ অফার।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, ঈদ সবসময়ই আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য। আর এই উপলক্ষ্যকে সামনে রেখে গ্রাহকদের জন্য প্রতিবছর নতুন নতুন অফার নিয়ে আসি। গত বছর আমরা ক্রেতা সাধারণের জন্য বছরের সবচেয়ে আকর্ষণীয় অফার ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার দিয়েছিলাম এবং ক্রেতারা মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে দেশব্যাপী অনেকগুলো গরু, ফ্রিজ ফ্রি, ক্যাশ ডিসকাউন্ট ও নিশ্চিত উপহার পেয়েছেন।
এই অফারে আমরা দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। এরই পরিপ্রেক্ষিতে এবছরও ঈদুল আজহাকে সামনে রেখে আমরা ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করছি। আশা করি, গত বছরের ন্যায় এবারও গ্রাহকদের ব্যাপক সারা পাবো । অফারটি সফল করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
এ ছাড়াও মিনিস্টার এসি নগদ ক্রয়ে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় এবং এক্সচেঞ্জ অফারে ৩০ শর্তাশ পর্যন্ত ডিসকাউন্ট ও ফ্রি ইনস্টলেশন। মিনিস্টার ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ১৭ হাজার ৯শ টাকায় সাথে রয়েছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। মিনিস্টার হোম এপ্লায়েন্স যেমন: ওয়াশিং মেশিন,মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্রাইন্ডার,ইলেক্ট্রিক কেটলী, আয়রণ, ফ্যানসহ সব হোম এপ্লায়েন্স পণ্যের ওপর থাকছে বিশাল ডিসকাউন্ট। আর একচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরোনো ফ্রিজ, টিভি ও এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে কিনতে পারবেন মিনিস্টার ব্র্যান্ডের নতুন এসি, ফ্রিজ এবং টিভি ।
অনুষ্ঠানে ডিলার, শোরুম, করপোরেট চ্যানেলের প্রধানরা নিজ নিজ বক্তব্য পেশ করেন।
এএটি