ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানকে বাস দিল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ১, ২০২৫
হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানকে বাস দিল এক্সিম ব্যাংক

ঢাকা: হজের মওসুমে সম্মানিত হজযাত্রীদের পরিবহন সুবিধা দিতে বাংলাদেশ বিমানকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে এক্সিম ব্যাংক।  

গত ২৮ এপ্রিল বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন যুগ্মসচিব ও বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন মোহা. আব্দুর রফিকের কাছে বাসটি হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমানের মোটর ট্রান্সপোর্টের ডিজিএম মাসুদ পারভেজ রানা, এক্সিম ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েটের বিভাগীয় প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জুলকারনাইন এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।