ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘এগিয়ে বাংলাদেশ’ রানিং ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, মে ৪, ২০২৫
‘এগিয়ে বাংলাদেশ’ রানিং ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু

ঢাকা: আপনি কি দৌড়ানো পছন্দ করেন বা স্বাস্থ্য সচেতন হতে দৌড়ানো শুরু করতে চান। আগামী ৪ জুলাই রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এগিয়ে বাংলাদেশ 15K’ রানিং ইভেন্ট।

যৌথভাবে এ আয়োজন করছে বিজ্ঞাপনী সংস্থা ‘বাই ডিজিটাল’ এবং স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রান বাংলাদেশ।

এ ইভেন্টে অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে। লিংক: https://register.runbangladesh.com/eb15k/

ইভেন্টের বিবরণ:

‘এগিয়ে বাংলাদেশ 15K’ ইভেন্টের মূল প্রতিপাদ্য হলো আগামীর বাংলাদেশ। নতুন এক বাংলাদেশের এগিয়ে চলার গল্পের বার্তা নিয়েই এই আয়োজন। এ ইভেন্টে অংশগ্রহণকারীরা দুটি ক্যাটাগরিতে দৌড়াতে পারবেন: ১৫ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটার।

৭.৫ কিলোমিটার রানটি আয়োজন করা হয়েছে তাদের জন্য যারা রানে নতুন এবং দৌড়ানো শুরু করতে চান। পাশাপাশি, দৌড় বা ম্যারাথনে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের জন্য রয়েছে ১৫ কিলোমিটার রান। এছাড়াও এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করবেন, যা ইভেন্টটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

রানটিতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে:

* মেডেল
* টি-শার্ট
* সার্টিফিকেট
* ছবি তুলে স্মৃতি রাখার সুযোগ

দৌড় চলাকালীন থাকবে:

* হাইড্রেশন পয়েন্ট
* ওয়াশরুম সুবিধা
* দৌড় শেষে খাবারের সুব্যবস্থা

পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতে পোডিয়াম রানাররা পাবেন নগদ পুরস্কার ও ক্রেস্ট।

ইভেন্ট সময়সূচি:

* রিপোর্টিং: সকাল ৪:৪৫ মিনিট
* দৌড় শুরু: সকাল ৫:১৫ মিনিট

সব অংশগ্রহণকারীর রানের ডাটা চিপ টাইমিং ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করতে পারলে সবাই মেডেল ও সার্টিফিকেট পাবেন।

রেজিস্ট্রেশন ফি:

* ৭.৫ কি.মি রানের জন্য: ১২৫০ টাকা
* ১৫ কি.মি রানের জন্য: ১৪৫০ টাকা

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://register.runbangladesh.com/eb15k/

‘এগিয়ে বাংলাদেশ 15K’ ইভেন্ট সম্পর্কে আরও জানতে facebook.com/JaoEgiyeBangladesh

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।