প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনগণ যেন শনিবার (০৪ মে) সন্ধ্যায় চাঁদ উদিত হয়েছে কিনা তা দেখার চেষ্টা করেন। শনিবার যদি চাঁদ দেখা না যায়, রোববার সন্ধ্যায় যেন তারা আবার চাঁদ দেখার চেষ্টা করেন।
প্রতিবেদনে আরো বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পেলে নিকটতম আদালতকে জানাতে এবং তার সাক্ষ্য নিবন্ধন করতে। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সাহায্য করতে।
সাধারণত বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসলিম সংখ্যালঘুরা সৌদি আরবের উপর নির্ভর করে রমজানের প্রথম দিন নির্ধারণ করেন। আর মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিজস্ব পদ্ধতি ও কার্যক্রমের মাধ্যমে চাঁদ দেখে সিদ্ধান্ত নেয়।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএমইউ