ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

নিউজিল্যান্ড ডেইরির সঙ্গে ডেনমার্কের ইনোভার চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
নিউজিল্যান্ড ডেইরির সঙ্গে ডেনমার্কের ইনোভার চুক্তি সই

ঢাকা: নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (ইইএ) এবং যুক্তরাজ্যে নন-ডেইরি ও ডেইরি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য ডেনমার্কের ইনোভারকে একমাত্র পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে।

গত ৬ জানুয়ারি নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম মল্লকি ও ইনোভারের স্বত্বাধিকারী আমানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সিইও মহসীন উদ্দীন আহমেদ, ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. আরসাদুল হক এবং ইনোভারের স্বত্বাধিকারী আমানুল হক।

এ অংশীদারিত্ব নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে আন্তর্জাতিক বাজারেও সার্ভিস প্রসারিত করতে এবং এফএমসিজি শিল্পে ইতিবাচক প্রভাব আনতে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ