ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

লাকসামে ‘স্বপ্ন’র আউটলেট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
লাকসামে ‘স্বপ্ন’র আউটলেট

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন লাকসাম পৌর শহরের বাইপাস চৌরাস্তা চৌদ্দগ্রাম রোডের এ জি টাওয়ারে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, মৌকরা দরবার শরীফের পীর আলহাজ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ্, স্বপ্ন’র লাকসাম শাখার ইনভেস্টর মো. দলিলুর রহমান মানিক, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর আব্দুল আজিজ, স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপেনশন মো. শামছুজ্জামান, রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল ম্যানেজার অপারেশন রিয়াজ উদ্দিনসহ আরও অনেকে।

স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, এবার লাকসাম পৌর শহরে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন অবশ্যই আশা করি আমরা। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।

আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৩১৩-০৫৪৯৮৬।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।