ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংক-গ্রিনল্যান্ড ইক্যুইটিসের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
সিটি ব্যাংক-গ্রিনল্যান্ড ইক্যুইটিসের মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক ও গ্রিনল্যান্ড ইক্যুইটিসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এ চুক্তির আওতায় সিটি ব্যাংক এখন থেকে গ্রিনল্যান্ড ইক্যুইটিসকে কৌশলগত পার্টনার হিসেবে সঙ্গে রাখবে।

সিটি ব্যাংকের হেড অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ এবং গ্রিনল্যান্ড ইক্যুইটিসের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টোডিয়াল ক্লাস্টার তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ