ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল আইইউবিএটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল আইইউবিএটি

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।  

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবিএটির উম্মুক্ত মিলানতয়নে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী।

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগীয় প্রধান অধ্যাপক মালেকা বেগম, অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, উপ-উপাচার্য (শিক্ষা) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তামান্না আহম্মেদ মোনায়েম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির কৃষি অনুষদের, কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক, ড. ফারজানা সুলতানা।
 
সবশেষে আইইউবিএটির শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ