ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্বাধীনতা দিবস উপলক্ষে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় রবিশপে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
স্বাধীনতা দিবস উপলক্ষে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় রবিশপে

ঢাকা: স্বাধীনতার ৫১ বছর উদযাপনে বছরের সবচেয়ে বড় ফ্ল্যাশ সেল ক্যাম্পেইন চালু করেছে দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি।

স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন, হেডফোন, স্পিকার, ব্যাকপ্যাক এবং ব্যক্তিগত সাজসজ্জাসহ সব পণ্যে সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড় দিচ্ছে প্ল্যাটফর্মটি।

এছাড়াও সর্বোচ্চ দুটি লেনদেনে বিকাশ পেমেন্টে ১০ শতাংশ (প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ১০০ টাকা) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি রবিশপ ওয়েবসাইটে নতুন সাইন-আপ করার মাধ্যমে রয়েছে ৩শ টাকার ফ্ল্যাট ছাড়।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

এতে বলা হয় রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে (https://robishop.com.bd/i/shadhinota-campaign-2022) থেকে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ