ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

কৃষিতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের প্রশংসাপত্র পেল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ২২, ২০২২
কৃষিতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের প্রশংসাপত্র পেল এক্সিম ব্যাংক

ঢাকা: করোনাকালে কৃষি খাতে সরকারি প্রণোদনা স্কিমের বিনিয়োগ বিতরণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশংসাপত্র পেয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এ প্রশংসাপত্র হস্তান্তর করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক আব্দুল হাকিমসহ বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।

এক্সিম ব্যাংক কৃষি খাতে সরকারি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০১.১৯ শতাংশ বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।