ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক-বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
ওয়ান ব্যাংক-বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভোমরা স্থলবন্দরে ব্যাংকের একটি কালেকশন বুথ স্থাপনের জন্য শনিবার (২২ অক্টোবর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মো. আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

চুক্তি অনুসারে, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারীরা এ কালেকশন বুথের মাধ্যমে সব প্রকার ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দরের ফাহমিদা আখতার, অতিরিক্ত সচিব, সদস্য (উন্নয়ন), ডি এম আতিকুর রহমান, উপসচিব, পরিচালক (প্রশাসন), ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।