ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভিডিওজেট কাস্টমার মিট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
ভিডিওজেট কাস্টমার মিট অনুষ্ঠিত

ঢাকা: বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্টিজের অঙ্গ প্রতিষ্ঠান এজে ওভারসিস কোম্পানি লিমিটেড আয়োজিত ভিডিওজেট কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।  

গত সোমবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শিল্প কারখানার উৎপাদনশীলতা বাড়ানো, গুণগতমান বজায় রাখা এবং সঠিক কোডিং ও মারকিং চিহ্ন প্রয়োগের লক্ষ্যে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে ভিডিওজেট টেকনোলজিস ইউএসএ।  

অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সম্মানিত প্রেসিডেন্ট জসিম উদ্দিন, এজে ওভারসিজ কোম্পানির হেড অব বিজনেস মামুনুর রশিদ, ভিডিওজেট টেকনোলজিসের ভারত ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অসিত শাহ, অনুপ ওয়াধেরা এবং আল্পনা গুপ্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

এতে ভিডিওজেটের পণ্য বিক্রয় ও পণ্যের বিভিন্ন সমস্যা সমাধানসহ পণ্যের গায়ে কোডিং, মার্কিংয়ের জন্য ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল ট্রান্সফার ওভারপ্রিন্ট, থারমাল ইঙ্কজেট এবং লেজার টেকনোলজিসহ বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ক্রেতাদের কাছে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।