ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

রাজশাহীতে এক্সিম ব্যাংকের নেতৃত্বে সচেতনতামূলক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
রাজশাহীতে এক্সিম ব্যাংকের নেতৃত্বে সচেতনতামূলক অনুষ্ঠান

ঢাকা: সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আয়োজনে রাজশাহী বিভাগে কার্যরত সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে আরটিজিএস সিস্টেমে ফরেন কারেন্সি ক্লিয়ারিং বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক পদ্ধতিতে আয়োজিত এ অনুষ্ঠানের নেতৃত্বে ছিল এক্সিম ব্যাংক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ও অনুষ্ঠানের কী নোট স্পিকার সাথী রঞ্জন দে, বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মো. মাহাবুব সাদিক, এক্সিম ব্যাংক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লাল মোহাম্মদ, এক্সিম ব্যাংকের ব্যাচ কন্ট্রোল ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোক্তারুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি-গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ