ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

বিএনপির সোহেলকে ‘হয়রানি’ না করতে হাইকোর্টের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিএনপির সোহেলকে ‘হয়রানি’ না করতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া আটক বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোহেলের করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ মার্চ) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সঙ্গে ছিলেন মো. মোস্তফা সরোয়ার সোহান ও এম. মাসুদ রানা।

পরে আইনজীবী মো. মোস্তফা সরোয়ার সোহান জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ইতোমধ্যেই উচ্চ আদালত থেকে শতাধিক মামলায় জামিন পেয়েছেন। এখন তিনি যেকোনো সময় মুক্তি পাবেন। কিন্তু মুক্তির সময় যেন তাকে ফের গ্রেফতার বা হয়রানি না করা হয়- সে আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

গত বছরের ০৯ অক্টোবর বিভিন্ন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের পর থেকে কারাগারে রয়েছেন সোহেল।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ইএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।