শুরু থেকে বাংলাদেশের বোলাররা করে আসছিলেন নিয়ন্ত্রিত বোলিং। কিন্তু মিলছিল না কাঙ্ক্ষিত উইকেটের দেখা।
রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারে ২৩ রান করে রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের উদ্বোধনী জুটি।
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ। তখন ডট বলের চাপে ভালোভাবেই পড়েছিল ভারত। সেটা থেকে বের হতে রিভার্স সুইপ করতে যান ধাওয়ান। পায়ে বল লেগে সেটি পৌঁছে যায় তার বুকে। এরপর আঘাত হানে স্টাম্পে। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে ভারত। রোহিত ২২ ও বিরাট কোহলি অপরাজিত আছেন ২ রানে।
বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি