ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের ‘সবচেয়ে বড় লক্ষ্য’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ভারতকে হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের ‘সবচেয়ে বড় লক্ষ্য’

চট্টগ্রাম থেকে : দুই ম্যাচেই নায়ক মেহেদী হাসান মিরাজ। দুটিতেই জয় বাংলাদেশের।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। এখন বাংলাদেশের সামনে অপেক্ষায় বেশ বড় এক সুযোগ। ভারতও যেমন করতে পারেনি, তেমন কিছু করার সামনে দাঁড়িয়ে টাইগাররা।  

এখন অবধি ভারতের বিপক্ষে কখনোই ৩-০ ব্যবধানে সিরিজ হারেনি বাংলাদেশ। ২০০৪ সালে দুই দলের প্রথম তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটিতে জয় পায় টাইগাররা। এরপর ২০০৭ ও ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে বৃষ্টিতে ভেসে যায় একটি করে ম্যাচ। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।  

দুই ম্যাচ জেতার পর কাজ শেষ হয়নি বলে মনে করেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা শেন ম্যাকডরমট। এই ফিল্ডিং কোচ মনে করিয়ে দিয়েছেন, ভারতকে হোয়াইটওয়াশ করতে পারার সুবর্ণ সুযোগের কথা।  

তিনি বলেছেন, ‘কাজ এখনো শেষ হয়নি। আমরা জানি দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নেই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসেছে দ্বিতীয় ম্যাচটি জিতেছি। ’

‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি এসেছি। পাকিস্তানের বিপক্ষেও বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি এসেছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের। ’

দলের হার না মানসিকতাকেও এসময় মনে করিয়ে দেন ফিল্ডিং কোচ, ‘আমরা প্রতিযোগিতাপূর্ণ দলের মতো খেলেছি। বাংলাদেশ সহজে হার মানে না। এর মানে হচ্ছে আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানি দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে। ’

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।