ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এই মুহূর্তে’ ইংল্যান্ডের মতো খেলবে না বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
‘এই মুহূর্তে’ ইংল্যান্ডের মতো খেলবে না বাংলাদেশ ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : গত কয়েক মাসে টেস্ট ক্রিকেটের ধরনই বদলে দিয়েছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস যুগে এসে ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা।

এর মধ্যে অবিশ্বাস্য সব কীর্তি গড়েছে দলটি। দ্রুত রান তোলা, ঝুঁকি নিতে পারাকে বানিয়ে ফেলেছে নিয়মিত ঘটনা।

বাংলাদেশের সামর্থ্য এখনও ওই পর্যায়ে নেই নিশ্চিতভাবেই। কিন্তু ইংল্যান্ডের খেলার ধরনের প্রভাব পড়েছে বেশির ভাগ দলের ওপরই। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব পাওয়া লোকেশ রাহুলও আগেরদিন বলে গিয়েছিলেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন তারা।

নিজেরা তেমন না খেললেও, প্রতিপক্ষের আক্রমণের জবাব কীভাবে দেবে বাংলাদেশ? এমন প্রশ্ন ছিল চট্টগ্রাম টেস্টের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসা রাসেল ডমিঙ্গোর কাছে। বাংলাদেশ কোচ অবশ্য মনে করেন, ভারত ওই ধরনের ক্রিকেটই খেলবে না।  

বাংলাদেশের টেস্ট ক্রিকেট কোথায় আছে এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘যদি আপনি বলেন ইংল্যান্ডের মতো ব্যাট করতে, আমার তেমন মনে হয় না। এই মুহূর্তে না। যেভাবে তারা খেলে, এগিয়ে যায় অবিশ্বাস্য রোমাঞ্চকর ব্যাপার। এটা তাদের বড় কৃতিত্ব। ’

‘আমি মনে করি না দল হিসেবে আমরা এখন ওই ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করতে পারি। আমরা প্রথমে হারতে চাই না, জিততে যাওয়ার চেয়ে। কারণ এই ফরম্যাটে এখনও খুব সহজেই আমাদের হারানো যাচ্ছে। ’

প্রতিপক্ষকে জবাব দেওয়ার ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘যখন দলগুলো আমাদের আক্রমণ করবে? আমার মনে হয় না ভারত ওই ধরনের ক্রিকেট খেলবে। কারণ তারাও কিছুটা অর্থোডক্স ধরনের দল যেভাবে টেস্ট খেলে। কিন্তু তাদের এমন ক্রিকেটার আছে যারা দ্রুতই ম্যাচটা আপনার হাত থেকে নিয়ে নিতে পারে, তারা সবাই আক্রমণাত্মক ক্রিকেটার। ’

‘বোলিংয়ের শৃঙ্খলাবদ্ধতা ও ধৈর্য নিশ্চিত করতে হবে আমাদের। চাপের সময় শান্ত থাকতে হবে। তবে আমি ভারতের কাছ থেকে ইংল্যান্ডের মতো ক্রিকেট প্রত্যাশা করি না। কারণ মনে হয় না এটা তাদের খেলার ধরন টেস্টে। ’

বাংলাদেশ সময় : ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।