ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের কোচ ছবি: উজ্জ্বল ধর।

চট্টগ্রাম থেকে : গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের উন্নতি চোখে পড়ার মতো। বিশেষত চলতি বছর তাদের উন্নতির ছাপ দেখা যাচ্ছে পরিসংখ্যানেও।

গত বছর ৭ টেস্টে বাংলাদেশের পেসাররা উইকেট নিয়েছিলেন কেবল ২৯টি। এবার তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা ৮ ম্যাচে নিয়েছেন ৫১ উইকেট।

বেশ কয়েকজন পেসার উঠেও এসেছেন এই সময়। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যেমন ৫ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। এছাড়া এবাদত হোসেনও সাদা পোশাকে খেলছেন নিয়মিত। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে এসেছিলেন সংবাদ সম্মেলনে।

তার কাছেই প্রশ্ন, বাংলাদেশের পেসারদের উন্নতি কীভাবে দেখেন? জবাবে মামব্রে বলেছেন, ‘যদি তাসকিনকে গত কয়েক বছর ধরে দেখেন, তার এগিয়ে যাওয়া দেখেন। সে দলের জন্য বড় সম্পদ হয়ে গেছে এখন। বাইরে থেকে দেখে মনে হয় বাংলাদেশ দল হিসেবে তার ওপর নির্ভর করে। ’

‘আমি খুব খুশি তার উন্নতিতে। এবাদত ও অন্যরাও, তারা তরুণ; তাসকিনের মতো পেসারের সঙ্গে ঘুরে অনেক কিছু শিখতে পারবে। আমি এবাদতকে সাদা বলের ক্রিকেটে দেখলাম, অনেক ভালো বল করেছে। এটা খুব প্রশংসনীয় তারা (বাংলাদেশের পেসারা) যেভাবে খেলছে এখন। ’

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটের ধরনেও বদল এসেছে। কোনো লক্ষ্যই এখন আর নিরাপদ নেই। আক্রমণাত্মক ক্রিকেটের কথা এলেই বেশির ভাগ সময় চলে আসে ব্যাটিং। কিন্তু বোলিংয়ে কি তেমন কোনো জায়গা নেই?

ভারতীয় কোচ বলছেন, ‘আমার মনে হয় বোলিং কন্ডিশনের ওপর নির্ভর করে, তাই না? আপনি অবশ্যই একটা পরিকল্পনা নিয়ে যাবেন, আলোচনা করবেন কেমন বোলিং করবেন ওই কন্ডিশনে। অনেক কিছু নির্ভর করে কন্ডিশনের ওপর, এক নম্বর। আর ম্যাচের পরিস্থিতি কেমন সেটাও দেখতে হবে। ’

‘অবশ্যই আপনাকে আক্রমণ করতে হবে...যদি ২০ উইকেট নিতে চান, একটা নির্দিষ্ট ধরনে বল করতে হবে। কিন্তু উইকেটের ওপরও নির্ভর করবে অনেক কিছু। কৌশল নির্ভর করবে ম্যাচের অবস্থা বুঝে, হয়তো সেশন থেকে সেশনে এটা আলাদা হবে। কিন্তু আপনি যেটা বলেছেন, আমরা এটার (আক্রমণ) দিকেই তাকিয়ে আছি। ২০ উইকেট নিতে চাই...পরিস্থিতি কী চাচ্ছে, উইকেট কেমন আর আপনি কী ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। ’

বাংলাদেশ সময় : ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।