ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টিভিতে বিপিএল দেখতাম : উন্মুক্ত চাঁদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
টিভিতে বিপিএল দেখতাম : উন্মুক্ত চাঁদ ছবি : শোয়েব মিথুন

ভারতের এক সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন। দলকে জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

কিন্তু এরপর পথ হারিয়েছেন উন্মুক্ত চাঁদ। এক সময় হাল ছেড়ে দেন ভারতের হয়ে খেলার। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।  
এবার ভারতীয় এই ক্রিকেটার এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে। আসন্ন আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন উন্মুক্ত। বুধবার দলের সঙ্গে করেছেন অনুশীলনও। এখানে এসে বিপিএলকে আসলে কেমন দেখছেন?

জবাবে চাঁদ বলেছেন, ‘বিপিএলে এটা আমার প্রথম বছর। কিন্তু টিভিতে সবসময়ই খেলা দেখেছি। এটা আমাকে ফ্যাসিনেট করেছে, খুব ভালো। স্টেডিয়াম পূর্ণ থাকে। লোকজন আসে ও তাদের দলকে সমর্থন দেয়। একদিন পরই খেলা শুরু হচ্ছে, এটার দিকে তাকিয়ে আছি। ’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসে অনেকেই ক্যারিয়ারের গতি খুঁজে পেয়েছেন। সর্বশেষ উদাহরণ ইংল্যান্ডের উইল জ্যাকস। গত বিপিএলে চট্টগ্রামের হয়েই মাঠ মাতিয়েছেন তিনি। এখন খেলছেন ইংল্যান্ডের জাতীয় দলে। উন্মুক্তের লক্ষ্য আসলে কী?

তিনি বলেছেন, ‘অবশ্যই, ক্রিকেটার হিসেবে আপনি প্রতিটি টুর্নামেন্টেই উন্নতি করতে চাইবেন। এখানে এসেছে, সত্যি চাই চট্টগ্রাম বিপিএল জিতুক। তারা কখনো জেতেনি এর আগে। কিন্তু দল সবসময়ই ভালো করেছে। নজর থাকবে টুর্নামেন্ট জেতায়। এটা হলে ঘরোয়া ক্রিকেটাররাও নজর আসবে। ’

‘যখন আপনি দল জিতবেন, অনেক খেলোয়াড় অবদান রাখে। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্যও ভালো। আপনি যেমন বললেন, উইল জ্যাকস বিপিএলে ভালো করেছে, পরে সুযোগ পেয়েছে। অবশ্যই আমার জন্যও বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগ খেলা...যুক্তরাষ্ট্রেও তৈরি হচ্ছে সবকিছু। মেজর লিগ আসছে, বিশ্বকাপও। এটা আমাকে শেপে রাখবে ওখানে ভালো করতে। ’

বাংলাদেশ সময় : ১৯৪১ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০২৩
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।