ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বদলে গেল বিপিএল শুরুর সময়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বদলে গেল বিপিএল শুরুর সময়

বিপিএলের অসঙ্গতি নিয়ে কথা হচ্ছে গত ক’দিন ধরে। এবার ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বদলে গেছে সময়।

প্রতি দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। এগুলো এগিয়ে আনা হয়েছে আধা ঘণ্টা করে।  

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে টসের দেড় ঘণ্টা আগে জানানো হয়েছে এই খবর। যা আরও একবার মনে করিয়ে দেয় বিপিএল নিয়ে বিসিবির উদাসীনতার কথা।  

পূর্ব নির্ধারিত সূচিতে আজ উদ্বোধনী ম্যাচ শুরুর কথা ছিল দুপুর আড়াইটায়। যেখানে মুখোমুখি হবে  চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের। আগের সূচি অনুযায়ী, দুপুর ২টায় টস হওয়ার কথা ছিল এই ম্যাচের। কিন্তু ম্যাচের দেড় ঘণ্টা আগে সূচি বদলে দেড়টায় অনুষ্ঠিত হবে টস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্সের মধ্যকার পরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গত ২৫ ডিসেম্বর বিপিএলের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করে বিসিবি।  সেখানে শুক্রবার বাদে বাকি ছয় দিন ম্যাচ হবে দুইটি করে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। শুক্রুবারের ম্যাচগুলো হবে দুপুর আড়াইটা ও সন্ধ্যা সোয়া ৭টায়। কিন্তু নতুন সূচি অনুযায়ী শুক্রবারের প্রথম ম্যাচ হবে দুপুর ২টায় ও পরেরটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায় এবং পরেরটি সন্ধ্যা সাড়ে ৬টায়।  

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।