ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন ‘সুপারস্টার’, বাংলাদেশের অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রিজওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
লিটন ‘সুপারস্টার’, বাংলাদেশের অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রিজওয়ান

বিশ্ব ক্রিকেটেরই বড় তারকাদের একজন মোহাম্মদ রিজওয়ান। তিনি এবার খেলতে এসেছেন বিপিএলে।

তাকে নিয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের তরুণদের আগ্রহের কমতি নেই। রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনেই যেমন। একসঙ্গে বৃত্তাকারে বসে রিজওয়ানের কথা শুনেছেন আশিকুজ্জামান-তানভীর আহমেদের মতো তরুণরা।  

তাদের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছেন রিজওয়ান। এটা-ওটা বুঝিয়েছেন, দিয়েছেন প্রশ্নের উত্তর। প্রায়ই রিজওয়ানের সঙ্গে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের তরুণদের এমন আগ্রহ দেখে কেমন লাগছে? রিজওয়ান বলছেন, শেখার আগ্রহ আছে তাদের। অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।  

মিরপুরে রিজওয়ান বলেছেন, ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। একইসঙ্গে আমিও ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। ’

‘তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়। আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানো বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি। ’ 

এখন অবধি এবারের বিপিএলে চার ম্যাচে মাঠে নেমেছেন রিজওয়ান। তার উদ্বোধনী সঙ্গী ছিলেন লিটন দাস। তার ৭০ ও ৪০ রানের দারুণ দুটি ইনিংসও কাছ থেকে দেখেছেন রিজওয়ান। লিটন ভালো ফর্মে আছেন, বলছেন রিজওয়ানও।  

তিনি বলেছেন, ‘সবাই জানে লিটন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে গত কয়েক বছর ও অনেক ভালো খেলছে। এখন অনেক ভালো ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, আমি আর লিটন চেষ্টা করছি। সময়টা অল্প, তবে আমরা চেষ্টায় ত্রুটি রাখছি না। আমরা চেষ্টা করছি দলের অন্যদের কাজ সহজ করে দেওয়ার। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।