ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
বিশ্বকাপের সেরা একাদশে  বাংলাদেশের স্বর্ণা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বর্ণা আক্তারের লম্বা দূরত্বের ছক্কাগুলো নজর কেড়েছে অনেকের। পুরো আসরে বাংলাদেশের এই ব্যাটার দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ছক্কা মেরেছেন।

১৫৭.৭৩ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে করেছিলেন ১৫৩ রান। যার ফলে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিলেন স্বর্ণা আক্তার।

সুপার সিক্স থেকে বাদ পড়া বাংলাদেশের একজনই আছেন সেরা একাদশে। চ্যাম্পিয়ন ভারত ও রানার্স আপ ইংল্যান্ডের সর্বোচ্চ তিনজন করে জায়গা পেয়েছেন এই দলে। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার আছেন একজন করে। দলটির অধিনায়ক করা হয়েছে ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্সকে।

বিশ্বকাপের একাদশ
শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক, ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (দ. আফ্রিকা), পার্শ্ববি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান, দ্বাদশ খেলোয়াড়)।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।