ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পারিশ্রমিক না পেয়ে ফটোসেশনে আসেননি ঢাকার কোচ! 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
পারিশ্রমিক না পেয়ে ফটোসেশনে আসেননি ঢাকার কোচ! 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ তখন কেবলই শেষ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সবকিছুও তৈরি।

কিন্তু শুরু হতে দেরি হলো অনুষ্ঠানটি। ঢাকা ডমিনেটর্স এবারের বিপিএলে তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে। দলটি তাই আনুষ্ঠানিক ফটোসেশনের করবে।  

গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির সামনেই চেয়ার দেওয়া হলো, তাতে বসলেন ক্রিকেটাররা। পেছনে দাঁড় করানো হলো আরেক সারি। তবে কোনোটিতেই ছিলেন না ঢাকার কোচ চামিন্দা ভাস। এই লঙ্কান কিংবদন্তিকে টুর্নামেন্ট শুরুর আগেই কোচ হিসেবে উড়িয়ে এনেছিল তারা।  

চট্টগ্রামের বিপক্ষে বিপিএলে ঢাকা শেষ ম্যাচ খেলার পর তিনি কেন এলেন না ফটোসেশনে? একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে, পেমেন্ট সংক্রান্ত অসন্তোষের কারণে ড্রেসিং রুমে থাকলেও দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেননি চামিন্দা ভাস। একই কারণে ছিলেন না দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি ও ফিল্ডিং কোচও।  

এ ব্যাপারে জানতে ম্যানেজার অপির মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে কল ধরেন ও প্রশ্ন শুনেন। তার কাছে জানতে চাওয়া হয়, আপনাদের ফটোসেশনে না থাকার কোনো নির্দিষ্ট কারণ আছে কী? এমন প্রশ্ন শোনার পর অপি ‘আপনার কথা কেটে কেটে আসছে’ বলে কল রেখে দেন। পরে ফোন করা হলেও তিনি ধরেননি, জবাব দেননি ম্যাসেজেরও।  

ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক নাসির হোসেনের সংবাদ সম্মেলনেও আসে পেমেন্ট ইস্যুটি। ক্রিকেটারদের আর্থিক বিষয়েও জটিলতা ছিল, নাসির বলছেন, নিয়ম অনুযায়ীই টাকা পেয়েছেন তারা।  

তিনি বলেছেন, ‘আমার মনে হয় অনেক প্লেয়ার ৭৫ শতাংশ পেয়েছে, আমিও পেয়েছি, আরও ২৫ শতাংশ বাকি আছে। যখন কথা হয়েছে, তারা বলেছে, আমার মনে হয় চুক্তিতেই এমন আছে, বিপিএল শেষ হলে বাকি এক মাসের মধ্যেই বাকি পেমেন্ট দিয়ে দেবে। প্রথম পেমেন্টটা পেতে আমাদের একটু দেরি হয়েছে, তারপর তিনটা পেমেন্ট খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।