ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, মাঠেই দেখাতে হয়: ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, মাঠেই দেখাতে হয়: ইমরুল ছবি: শোয়েব মিথুন

দলে নামি-দামি তারকার অভাব নেই। কোচ হিসেবেও আছেন বেশ দাপুটে মোহাম্মদ সালাউদ্দিন।

তবুও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকেন ইমরুল কায়েসই। বেশির ভাগ সময়ই অবশ্য তার অধিনায়কত্ব থেকে যায় আড়ালে। বৃহস্পতিবার চতুর্থ শিরোপা জিতেছে কুমিল্লা।

এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনজন। কোচ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুলের সঙ্গী হয়েছিলেন স্বত্ত্বাধিকারী নাফিসা কামাল। তার দিকেই প্রশ্ন যাচ্ছিল বেশি, ইমরুল ছিলেন আড়ালেই। তার পালা আসতেই শোনালেন একটু অভিমানের কথাই।

ইমরুল বলছিলেন, ‘আমি যখন প্রথম অধিনায়কত্ব করি কুমিল্লাতে, স্টিভেন স্মিথ অধিনায়ক ছিল, সে চলে গেল। তার পর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ‘অ্যাক্টিং ক্যাপ্টেন’…। তবে সবকিছু তো আসলে বাইরে থেকে প্রকাশ করা যায় না। মাঠেই করে দেখাতে হয়। ’

বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের একজন ইমরুল কায়েস। মাশরাফির চারের পর সবচেয়ে বেশি তিনটি ট্রফি জিতেছেন তিনি। আর কারো নেই দুটিও। কুমিল্লার কোচ সালাউদ্দিনের শিরোপা চারটি, তিনটিতে নেতৃত্বে ছিলেন ইমরুল। তার সঙ্গে রসায়নের কথাও শোনাচ্ছিলেন কুমিল্লা অধিনায়ক।

তিনি বলেছেন, ‘আমি স্যারের (কুমিল্লা কোচ সালাউদ্দিন) সঙ্গে যেভাবে আলোচনা করি, আমাদের খেলাটা নিয়ে, কুমিল্লার ভালোর জন্য… এবং সত্যি বলতে, ঘরোয়া ক্রিকেটে যখনই খেলি না কেন, অনেক পরিকল্পনা করে, চিন্তা-ভাবনা করে ক্রিকেট খেলি। এটার জন্য হয়তো সফল হই। ’

‘আমি সবসময় বলি, কুমিল্লায় খেললে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমার ভেতর। কুমিল্লা একটি ব্র্যান্ড। অনেক ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো করে বা খারাপ করে, এরপর তারা ছেড়ে দেয়। আশা ছেড়ে দেয়। কিন্তু এরা (কুমিল্লা) এক বছর ধরে যেভাবে পরিকল্পনা করে যে পরবর্তী ভিশন কী হবে, স্যার (কোচ) যেটা বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ি এবং আমাদের লক্ষ্য এরকম থাকে যে আমরা রানার্স আপ হওয়ার জন্য দল গড়ি না। ’

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।