ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেমিফাইনালে খেলা উচিত বাংলাদেশের: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
বিশ্বকাপের সেমিফাইনালে খেলা উচিত বাংলাদেশের: পাপন

বাংলাদেশের ক্রিকেট আবারও পা রাখছে হাথুরু-যুগে। দ্বিতীয় দফায় হেড কোচ হয়ে ফিরেছেন এই লঙ্কান।

২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে দায়িত্ব ছাড়েন তিনি। পাঁচ বছর পর আবারও বাংলাদেশে ফিরেছেন তিনি। তার অধীনে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে সেই সাফল্য ছাড়িয়ে যাবে টাইগাররা এমনটাই চান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।  

সোমবার ঢাকায় এসে পরদিন জাতীয় দলের অনুশীলনেও ছিলেন হাথুরু। বুধবার আনুষ্ঠানিকভাবে হাজির হন সংবাদ সম্মেলনে। সেখানে নিজের পরিকল্পনা, ফিরে আসার কারণ এমন অনেক কিছু নিয়েই কথা বলেন। এরপর তার সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য এরপর দাবি করেছেন, সাক্ষাৎ ছিল কেবল সৌজন্যতার।

বুধবার মিরপুরে তিনি বলেন, ‘ওর সঙ্গে পরিকল্পনা-স্ট্রাটেজি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। কারণ ওর সঙ্গে আসলে বলাটাও কঠিন। ও যেই জায়গায় আমাদেরকে দেখে গেছে, যদিও সে আমাদেরকে চেনে। এর মাঝে তো কিছু পরিবর্তনও হয়েছে। সবগুলো না জেনে ওকে ওর পরিকল্পনাগুলো জিজ্ঞেস করা কঠিন। এটা হলো আমার ধারণা, সেই জন্য আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই। ’

‘আমি নির্বাচক ও অন্যান্য পরিচালকদের সঙ্গে কথা বলে যা বুঝলাম প্রস্তুতি নিয়েই এসেছে। প্রস্তুতি বলতে খেলোয়াড়দের সম্পর্কে একটা ধারণা নিয়েই এসেছে। তার মানে আসার আগে কিছুটা কাজ করেছে হয়তো। কে কতবার কীভাবে আউট হয়েছে এইসব নিয়েও নাকি আলাপ-আলোচনা করছিল সে। এই সমস্ত ব্যাপার। ও তো এইসব ব্যাপারে একটু বিস্তারিত...। ওর সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে। খুব বেশিক্ষণ না। ওখানটায় জালাল (ইউনুস) ভাই ছিল। জালাল ভাই শেষ পর্যন্ত ছিল কি না জানি না। তিন নির্বাচক ছিল, সুজন ছিল। ’

বাংলাদেশ দলকে নিয়ে এখন বেশ বড় আশা চারদিকে। চলতি বছরই ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। এই ফরম্যাটে বাংলাদেশ অনেকদিন ধরেই দারুণ করছে। বিসিবি সভাপতি নিজেও বলছেন, বিশ্বকাপে বাংলাদেশের যাওয়া উচিত সেমিফাইনাল অবধি। হাথুরুর কাছে প্রত্যাশা কী?

তিনি বলেছেন, ‘আসলে প্রত্যাশা তো অনেক বেশি থাকে। লাভ তো হয় না। এখন পর্যন্ত যে আশা ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। গত দুই বিশ্বকাপে হয়েছিল টি-টোয়েন্টিতে, যেটাতে কি না আমরা দুর্বল। ওয়ানডেতে যেহেতু তুলনামূলক আমরা ভালো খেলি এবং যেহেতু ভালো খেলে আসছি; আমাদের প্রত্যাশা একটু ভালো। বেশিই থাকার কথা। ’

‘যেহেতু এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের উপমহাদেশে খেলা হবে এবং ভারতে আহামরি পার্থক্য হবে না। কিছু কিছু পার্থক্য তো থাকতেই পারে। মানে ঢাকা-চট্টগ্রামের মতো। ওভার অল যদি বলেন উপমহাদেশে হচ্ছে, আমাদের দেশের মতোই উইকেট সেহেতু ভালো করার সুযোগ অনেক বেশি। বিশেষত এটা আসলে বলা মুশকিল। আমার ধারণা, আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত আমাদের সেমিফাইনাল খেলা উচিত। তারপরে পরবর্তী স্টেপ। ’

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।