ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নড়াইলে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
নড়াইলে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

নড়াইল: চারটি জেলা দল নিয়ে নড়াইলে শুরু হয়েছে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩।

শুক্রবার (১০ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বেলুন ফেন্টুন উড়িয়ে চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

ক্রিকেট উপ-পরিষদের সভাপিত আইয়ুব খান বুলুর সভাপতিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে।

আঞ্চলিক পর্বে নড়াইল ভেন্যুতে সিলেট জেলা, মুন্সিগঞ্জ, বরগুনা ও পিরোজপুর জেলা দল অংশ নিয়েছে। টুর্মামেন্ট চলবে ১৭ মার্চ পযর্ন্ত।

উদ্বোধনী খেলায় সিলেট জেলা ও পিরোজপুর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে পিরোজপুর জেলা সিলেট জেলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য লতিফ সরকার, সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, হাফিজুর রহমান সাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।