ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাগ চুরি হওয়ায় রেগে আগুন স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ব্যাগ চুরি হওয়ায় রেগে আগুন স্টোকস

ক্রিকেটার হলেও রাগবি বেন স্টোকসের অন্যতম প্রিয় খেলা। জন্ম থেকেই খেলাটির সঙ্গে বসবাস তার।

কেননা তার বাবা রাগবি খেলোয়াড় হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের কোচও ছিলেন। অবসর সময়ে স্টোকস তাই গিয়েছিলেন ছয়জাতি চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের খেলা দেখতে।  কিন্তু যাওয়ার পথে চোরের খপ্পরে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তাতে রেগেমেগে আগুন তিনি।

কিং’স ক্রস রেল স্টেশন থেকে চুরি হয়েছে স্টোকসের ব্যাগ। যেখানে তার জামা-কাপড় ছিল। চোরকে উদ্দেশ্য করে স্টোকস টুইটারে লেখেন, ‘কিং’স ক্রস রেল স্টেশন থেকে যিনিই আমার ব্যাগ চুরি করেছেন, আশা করি আমার পোশাক আপনার জন্য বড়ই হবে, হ্যাঁ অবশ্যই ...। ’ লেখার সঙ্গে রাগের ইমোজিও জুড়ে দেন স্টোকস। তাতে বুঝাই যাচ্ছে কতটা ক্ষুব্ধ তিনি।

রাগবি ম্যাচ দেখেও নিরাশ হয়ে ফিরতে হয় তাকে। লন্ডনের টুইকেনহ্যাম স্টেডিয়ামে গত ১১ মার্চ ফ্রান্সের কাছে ১০-৫৩ ব্যবধানে হারে ইংল্যান্ড। ঘরের মাঠে স্বাগতিকদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় এটি।

শীতকালীন মৌসুমে ব্যস্ত সময় কাটানোর পর স্টোকসের পুরো মনোযোগ এখন অ্যাশেজে। যদিও এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তার অধীনে গত এক বছরে ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে ইংল্যান্ড। আগামী জুনে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্যের এই ধারা ধরে রাখতে চাইবে তারা।


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।