ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাড়তি বোনাস পাচ্ছেন সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাড়তি বোনাস পাচ্ছেন সাকিবরা ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টি দলকে বাংলাদেশ অনেকদিন ধরেই নতুন করে গড়তে চাইছে। এ নিয়ে বিসিবিরও চেষ্টার কমতি নেই।

গত এশিয়া কাপের আগে তখনকার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আলাদা করে টেকনিক্যাল পরামর্শকের দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে।

গত বিশ্বকাপে উন্নতির ছাপ রাখে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খেলতে নামে টাইগাররা। এই ফরম্যাটে কয়েক মাস আগেই তারা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন। এই দলকেই বাংলাদেশ করেছে হোয়াইটওয়াশ। এমন পারফরম্যান্সের পর বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।  

সাকিবদের বোনাস দেওয়ার বিষয়টি জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার, তাই ওরা এটা (বোনাস) পাবে। ’

‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।