ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর হয়ে খেলতে নেমেই বিজয়ের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
আবাহনীর হয়ে খেলতে নেমেই বিজয়ের সেঞ্চুরি

গত আসরে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করেছিলেন এনামুল হক বিজয়। এরপর তিনি সুযোগ পেয়েছিলেন জাতীয় দলেও।

পরে অবশ্য ছিটকে গেছেন। এবার আবারও ডিপিএলের শুরুতে রান পেয়েছেন তিনি।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এসে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে আবাহনী লিমিটেড। এই ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে সেঞ্চুরি হাঁকান বিজয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ চার ও সমান ছক্কায় ১০৯ বলে ১০০ রান করেছেন তিনি। এই ম্যাচে রান পেয়েছেন নাঈম শেখও। ১২ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৮৫ রান করে সাব্বির হোসেনের বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ তুলে দেন।

গত প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে ১ হাজার ৪২ রান করেন বিজয়। ৮ ফিফটি আর তিন সেঞ্চুরিতে এই রান পেতে ৯৭.৪৭ স্ট্রাইকরেট রাখতে পেরেছেন তিনি।

২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ স্বীকৃতি পায়। এরপর থেকে ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ হাসানের ৮১৪ রানই ছিল সর্বোচ্চ।  

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।