ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দর্শক ‘ঠেকাতে’ সিলেট স্টেডিয়ামেও বসছে কাঁটাতার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
দর্শক ‘ঠেকাতে’ সিলেট স্টেডিয়ামেও বসছে কাঁটাতার

সিলেট থেকে : চারপাশে পাহাড় আর চা পাতার সৌন্দর্য। একটি গ্যালারিও পাহাড়ের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুযোগ-সুবিধারও কমতি নেই। মূল মাঠের পাশেই আছে আউটার মাঠ। সেটিতেও নিয়মিত চলে প্রথম শ্রেণির ক্রিকেট।

দর্শকদের খেলা দেখার জন্যও ‘ভিউ’ ছিল ভালো। তবে এবার সেটা কিছুটা হলেও কমছে। সিলেটে দর্শকদের মাঠে নামার ঘটনা নিয়মিত। মূলত পছন্দের তারকাকে ছুঁয়ে দেখতে তারা মাঠে নেমে পড়তেন। এতে নিয়মিতই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সিলেটের মাঠে এবার তাই নেমে আসছে কড়াকড়ি। গ্র্যান্ড স্ট্যান্ড বাদে বাকি সবগুলোতেই কাঁটাতার বসানো হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজের তিন ওয়ানডে হচ্ছে সিলেটে। এর আগেই কাঁটাতার বসানোর কাজ হচ্ছে।  

গত বিপিএলে সিলেটে প্রচুর দর্শক হওয়ায় প্রশংসা কেড়েছিল। তবে সেবার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের কাছে দুদিনের মধ্যে দুবার দর্শক নামার ঘটনা ঘটে। এবার তাই কিছুটা নড়েচড়েই বসেছে সিলেটের ভেন্যু।

বাংলাদেশ সময় : ১০২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।