ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচে না থাকার কোনো অপশনই দেখি না, আইপিএল প্রসঙ্গে পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
বাংলাদেশের ম্যাচে না থাকার কোনো অপশনই দেখি না, আইপিএল প্রসঙ্গে পাপন

সিলেট থেকে: সাকিব আল হাসান ও লিটন দাস দুজন আছেন টেস্টের নেতৃত্বে। একজন অধিনায়ক, অন্যজন সহ-অধিনায়ক।

দুজনেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এর বাইরে আছেন মোস্তাফিজুর রহমান, তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

আগামী ৩১ মার্চ পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের। কিন্তু ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। মোস্তাফিজ এই ফরম্যাটে না খেলায় তাকে নিয়ে জটিলতা নেই। কিন্তু টেস্টের অধিনায়ক ও সহ-অধিনায়ক কি অনাপত্তি পত্র পাবেন?   

এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সিলেটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন, ‘দেখেন আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখনো এভেইলেবল। ’

‘আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা ওদেরকে নিলামে নিয়েছে। এরপর আর কোন কিছু...যদি চেঞ্জ হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে। ’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে থাকবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না থাকার আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে-চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকতো। ’

‘আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোন সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।