ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি শেষে খেলা শুরু, ম্যাচ ১৭ ওভারের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বৃষ্টি শেষে খেলা শুরু, ম্যাচ ১৭ ওভারের

টস হওয়ার পরই নেমে এসেছিল ঝড়। এরপর মুষলধারে বৃষ্টি হয়েছে প্রায় ঘণ্টাখানেক।

সেটি থামার পর জানানো হয়েছিল ম্যাচ শুরুর সময় ও দৈর্ঘ্য। কিন্তু পরে আরও এক দফা নেমে আসে বৃষ্টি।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু হওয়ার নতুন সময় জানানো হয় ৩টা ৪০ মিনিট। সেই খেলা শুরুও হয়েছে, কিন্তু ম্যাচ হবে ১৭ ওভারের। পাওয়ার প্লে হবে ৫ ওভার। দুইজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে করতে পারবেন।

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির টস জেতে আয়ারল্যান্ড। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।