ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের জন্য জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
সাকিবের জন্য জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক

চট্টগ্রাম থেকে: সাকিব আল হাসানের হাতে একটি জার্সি, ধরে আছেন অ্যান্ড্রু লেনার্ড। কেন জার্সিটি বিশেষ? কারণ তাতে লেখা ‘আর্জেন্টিনা’।

ফুটবল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বন্ধন আলোচিত পুরো দুনিয়াজুড়ে। জার্সিটিও এসেছে ওই সূত্র ধরেই।  

এতে ‘মেসেঞ্জার’ হিসেবে কাজ করেছেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেনার্ড। মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচে নিয়মিতই ধারাভাষ্য দিয়ে থাকেন তিনি। ওই সূত্রেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাই টুর্নামেন্টে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে ধারাভাষ্য দেন তিনি।  

ওই টুর্নামেন্টে অংশ নেয় আর্জেন্টিনাও। ফেরার সময় আর্জেন্টিনার ক্রিকেটাররা লেনার্ডের কাছে তার পরবর্তী গন্তব্য জানতে চান। বাংলাদেশের কথা জানাতেই উৎসাহী হয়ে পড়েন দেশটির ক্রিকেটাররা। তাদের মুখের কথা বাংলানিউজকে বলছিলেন লেনার্ড।

‘আর্জেন্টিনায় আমার শেষদিনে তারা জানতে চাইলো, আমি কোথায় যাবো? আমি বাংলাদেশে টেস্ট সিরিজ কাভার করতে আসবো ওরা বলে, ‘ও মাই গড’ আমরা বাংলাদেশকে ভালোবাসি। দুই দেশের মধ্যে অনেক বড় যোগাযোগ আছে। তারা চেয়েছিল একটা জার্সি নিয়ে আমি যেন সাকিবের হাতে তুলে দিই। ’  

‘আমি তাদের বলেছিলাম সর্বোচ্চ চেষ্টা করবো। এরপর বিসিবি মিডিয়ার মাধ্যমে আজকে সাকিবের হাতে তুলে দিয়েছি। আমি খুবই খুশি এটা করতে পেরে। সাকিব খুবই খুশি হয়েছে এটা পেয়ে। সে নিজেও আর্জেন্টিনার সমর্থক। সে কৃতজ্ঞতা জানিয়েছে ভিডিও মেসেজগুলোর জন্য। ’

এসময় দুটি ভিডিও বার্তা বাংলানিউজকে পাঠান লেনার্ড। তার একটিতে আর্জেন্টিনা পুরুষ দলের অধিনায়ক হের্নান ফেনেল বলেন, ‘হাই সাকিব, আমি হার্নান ফেনেল। আর্জেন্টিনা ক্রিকেট দলের অধিনায়ক। সবশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, তোমরা ভালো আছো। এই জার্সিটি কৃতজ্ঞতার নমুনাস্বরূপ পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ। ’

অন্য একটি ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী দলের অধিনায়ক এলিসা স্টোকস বলেছেন, ‘হাই সাকিব, কেমন আছ? আমার নাম অ্যালিসন স্টকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তোমাকে একটি উপহার দেওয়া হয়েছে। আমি আশা করি এটি তোমার পছন্দ হয়েছে। আমি জানি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে কতটা সমর্থন করেছে বাংলাদেশ। একইভাবে আমি এবং আমরা ক্রিকেটে তোমার ও তোমার দলের সমর্থন করি। অনেক ধন্যবাদ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য শুভকামনা। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।