ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কোহলি-ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
কোহলি-ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুর জয়

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একাই লড়েছিলেন তিলক বর্মা। তার দুর্দান্ত ইনিংসে ভালো সংগ্রহ দাঁড় করায় দলটি।

কিন্তু বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির তাণ্ডবের পর গ্লেন ম্যাক্সওয়েলের ক্যামিওতে এই লক্ষ্য সহজেই উতরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে আজ মুম্বাইকে ৮ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর চিন্নাশোয়ামি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাব দিতে নেমে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল।  

দ্বিতীয় ওভারে ইশান কিশানকে হারিয়ে শুরু হয় মুম্বাইয়ের ইনিংস। ১০ রানে তার বিদায়ের পর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনে নামা ক্যামেরুন গ্রিন। ১০ বল খেলে ১ রান করে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মাও। চারে নেমে সূর্যকুমার যাদব করেন ১৫ রান। এরপর ধুঁকতে থাকা দলের হাল ধরেন তিলক।  

একপ্রান্তে তিলক লড়াই চালিয়ে গেলেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। ২১ রান করে কিছুক্ষণ তাকে সঙ্গ দেন নাহাল ওয়াধেরা। লড়তে থাকা তিলক ৩২ রানে পূর্ণ করেন ফিফটি। শেষদিকে টিম ডেভিড ৪ ও ঋত্বিক সোকিন ৫ রানে বিদায় নেন। তবে তিলক টিকে থাকেন শেষ পর্যন্ত। তার অপরাজিত ৪৬ বলে ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ ছক্কা ও ৯ চারে। ১৫ রানে অপরাজিত থাকেন আরশাদ খান।  

ব্যাঙ্গালুরুর হয়ে জোড়া উইকেট নেন কার্ন শর্মা। বাকি বোলাররা পান একটি করে উইকেট।  

রান তাড়ায় খেলতে নেমে ঝড়ো শুরু করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ডু প্লেসি ও কোহলি। ৮৯ বলে ১৪৮ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে নেন তারা। ২৯ বলে ফিফটি পূর্ণ করা ডু প্লেসি শেষদিকে শিকার হন আরশাদের। এর আগে তিনি খেলে যান ৬ ছক্কা ও ৫ চারে ৪৩ বলে ৭৩ রানের ইনিংস।  

ডু প্লেসি বিদায় নিলেও লড়তে থাকেন ৩৮ বলে ফিফটি পূর্ণ করা কোহলি। অপরপ্রান্তে দিনেশ কার্তিক নেমে বিদায় নেন ডাক মেরে। তবে ম্যাক্সওয়েল তা করেননি। ৩ বলে ২ ছক্কায় ১২ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়। কোহলি খেলেন ৫ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৮২ রানের ইনিংস।  

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।