ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

তাসকিন নেই, ঢাকা টেস্টে অনিশ্চিত তামিমও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
তাসকিন নেই, ঢাকা টেস্টে অনিশ্চিত তামিমও

মিরপুরে মঙ্গলবার থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে আসছে একের পর এক দুঃসংবাদ।

তাসকিন আহমেদ ছিটকে গিয়েছেন সাইড স্ট্রেইনের কারণে। এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে তামিম ইকবালকে নিয়েও।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তামিম। আইরিশদের বিপক্ষে তার খেলার অনিশ্চয়তার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত ছেলের অসুস্থতার কারণে তাকে নিয়ে এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার টিম হোটেলে সাংবাদিকদের জালাল বলেছেন, ‘তামিমের ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত। শেষ মুহূর্তে খেলবে কি না নিশ্চিত না। আশা করি হয়তো খেলবে। ’

এদিকে তাসকিনের পরিবর্তে ঢাকা টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে। সাইড স্ট্রেইনের কারণে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তাসকিন।

বাংলাদেশ সময় : ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।