ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সাকিব না পারলেও পারলেন মুশফিক, দুই টেস্ট পর তার সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
সাকিব না পারলেও পারলেন মুশফিক, দুই টেস্ট পর তার সেঞ্চুরি ছবি : শোয়েব মিথুন

মার্ক অ্যাডাইয়ারের বলটা ঠেলে দিলেন চতুর্থ স্লিপের দিকে। বল ছুলো বাউন্ডারি লাইন।

মুশফিকুর রহিম ছুঁয়ে ফেললেন তিন অঙ্ক। এরপর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হেলমেট খুললেন, লুটিয়ে পড়লেন সেজদাতেও। মুশফিক পেলেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১০ম সেঞ্চুরির দেখা। একটু আগেই সেঞ্চুরি মিস করেছেন সাকিব আল হাসান। মুশফিক করেননি তেমন।  

সাকিব ছয় বছর ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না। মুশফিক অবশ্য তিন অঙ্ক ছুয়েছেন দুই ম্যাচ আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের মে মাসে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  
১৩৫ বলে ১৩ চার ও এক ছক্কায় সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের, তার সেঞ্চুরি ১১টি। তামিম ইকবাল সেঞ্চুরির দেখা পেয়েছেন দশবার।

চা বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে বাংলাদেশ। ১৫৯ বলে ১২৪ রান করে মুশফিক ও মিরাজ অপরাজিত আছেন ২০ বলে ১৮ রান করে।  

বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।