ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘বাথরুম ব্রেক’ ছাড়া সাকিব ড্রেসিংরুমে যাননি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
‘বাথরুম ব্রেক’ ছাড়া সাকিব ড্রেসিংরুমে যাননি ছবি: শোয়েব মিথুন

প্রথম ইনিংসে তিনি বোলিংয়ে এসেছিলেন ৬৬তম ওভারে। দ্বিতীয়টিতে এসেছিলেন একেবারে প্রথম ওভারেই।

সাকিব আল হাসান সফলও হয়েছিলেন তাতে। শেষ বিকেলে তিনি ওভার করে দুই মেডেনসহ ১১ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। কিন্তু তৃতীয় দিনে সাকিব করেননি যথেষ্ট বোলিং।  

সারাদিনে কেবল ৬ ওভার বল করেছেন। কোনো উইকেটের দেখা অবশ্য পাননি। অধিনায়ক হয়েও সাকিব কেন এত কম বল করলেন? প্রশ্নটা স্বাভাবিকভাবেই এলো সংবাদ সম্মেলনে। জবাবে দলের প্রতিনিধি হয়ে আসা অ্যালান ডোনাল্ড বলছিলেন, ‘আমার এটা স্বীকার করতে হবে, কোনো ধারণা নেই। ’

এরপর প্রশ্ন আসে, সাকিব ফিট আছেন তো? ডোনাল্ড বলেছেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি। ’

‘১৩ ওভারে ২ উইকেট নিয়েছিল ২০ এর কিছু বেশি রান দিয়ে। বল তত স্পিন করছিল না। আমার মনে হয়েছে দ্বিতীয় নতুন বলটা বড় ব্যাপার হতে পারে। যখন এই উইকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনি রান করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নটা সাকিবকেই করতে বলবো। ’

তৃতীয় দিনে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। সারাদিনে তারা হারিয়েছে কেবল ৪ উইকেট, নিয়েছে ২৫৯ রান। বাংলাদেশের বোলাররা সেভাবে ভোগাতে পারেননি তাদের। সাকিব যথেষ্ট বল না করায় কি কাজটা কঠিন হয়ে গেছে আরও বেশি?

তিনি বলেছেন, ‘সাকিব যেটা অসাধারণ করে একটা সাইড চুপ করিয়ে দেয়। কারণ সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদিও দিনভর খুব বড় টার্ন ছিল না। আমার মনে হয় ও বোলিংয়ে একটা পাশ নিয়ন্ত্রণ করতে পারে। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুল, তিনজন পেসার তাদের সেরা চেষ্টা করেছে। তারা এখন ১৩০ রান এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।