ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কারণ ছাড়া বাদ পড়লে ‘ব্যবস্থা নেবেন’ ইমাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
কারণ ছাড়া বাদ পড়লে ‘ব্যবস্থা নেবেন’ ইমাদ

একদম হুট করেই জাতীয় দল থেকে আড়াল হয়ে যান ইমাদ ওয়াসিম। ফর্ম চলছিল ঠিকঠাক, তবুও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

গত মাসে আফগানিস্তান সিরিজ দিয়ে অবশ্য দলে ফেরেন এই অলরাউন্ডার। তবে মনের মধ্যে সেই ক্ষোভ এখনো পুষছেন তিনি। আবারও যদি একই পরিণতির শিকার হন তাহলে ছেড়ে কথা বলবেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

পাকিস্তানি এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘গত দেড় বছর ধরে আমাকে জাতীয় দল থেকে দূরে রাখার কারণ তারা (নির্বাচক) আমাকে কখনোই বলেই। আমি এমনটা আর হতে দেবো না। এবার তেমন কিছু হলে আমি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। ’

‘ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছি যেখানে কোনো কারণ ছাড়াই যদি বাদ দেওয়া হয় তাহলে আমি ব্যবস্থা নেব। নিজের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি যদি তেমন বোলার হতাম, যাকে কন্ডিশনের ওপর নির্ভরশীল বলা হয় তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে আমাকে ডাকা হতো না। ’

জাতীয় দলে না থাকায় আর্থিকভাবে কোনো ক্ষতি হয়নি ইমাদের, ‘ (জাতীয়) দলের বাইরে থাকার সময় আমার কোনোরকম আর্থিক সমস্যা হয়নি। উল্টো আমি পাকিস্তানের হয়ে খেলে যা আয় করতাম, তার চেয়ে ১০ গুণ বেশি আয় করেছি। ’

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এএইচএস
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।