ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কেউই চোখের আড়াল হচ্ছে না : নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
কেউই চোখের আড়াল হচ্ছে না : নান্নু ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। ৯ মে চেমসফোর্ডে শুরু হবে সিরিজটি।

যেখানে ভালো করার সুযোগ দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলছেন দল হিসেবে ভালো করার ক্ষমতা আছে এখন।

সাংবাদিকদের নান্নু বলেন, ‘এখন আমাদের দল কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ। আমি মনে করি আমাদের ভালো করার যথেষ্ট সক্ষমতা আছে। ওখানে গিয়ে কন্ডিশনে সঙ্গে মানিয়ে নেওয়ার। যেহেতু আমরা সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলব। আমরা আশা করি যতই চ্যালেঞ্জিং হোক, ভালো সিরিজ আমরা উপহার দিতে পারব। ’

এখন বিশ্বকাপের কথা মাথায় রেখে দল করায়ও চোখ নান্নুর, ‘অনেকগুলো খেলোয়াড়কে আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। সবাইকে মনিটরিং করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু খেলোয়াড়কে ছুটি দিয়েছি কিছু সিরিজের জন্য। তো এশিয়া কাপের আগে আমরা বিশ্বকাপের জন্য একটা স্কোয়াড তৈরি করে ফেলব। এর আগে অবশ্যই সবধরনের পারফরম্যান্স বিবেচনা করা হবে। কাউকে চোখের আড়াল করা হচ্ছে না। ’

বিশ্বকাপ দলে সিনিয়র-জুনিয়র সবাইকে একই চোখে দেখবেন বলে জানান নান্নু। তিনি বলেন, ‘এখানে সবাইকেই সমানভাবে দেখা হচ্ছে। কাউকে ওভাবে চিন্তা করা হচ্ছে না। সম্ভাব্য সেরা দলটাই আমরা এশিয়া কাপের আগে তৈরি করব বলে আশা করছি। ’

বাংলাদেশ সময় : ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।