ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা

টানা চার ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স যখন বিপাকে, তখন তাদের টেনে তুললেন জ্যাসন রয়। তার পঞ্চাশোর্ধ ইনিংসের পর অধিনায়ক নিতিশ রানার ঝড়ো ইনিংসে জয়ে ফিরল দলটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে আজ কলকাতা জয় পায় ২১ রানে। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় ব্যাঙ্গালুরু।

জ্যাসন রয় ও নারায়ন জাগাদীসানের ব্যাটে দারুণ শুরু পায় কলকাতা। ৫৬ বলে ৮৩ রানের জুটি গড়েন তারা। দশম ওভারে এসে এই জুটি ভাঙেন বিজয়কুমার। জাগাদীসান ফেরেন ২৯ বলে ২৭ রান করে। একই ওভারের শেষ বলে বিদায় নেন ২২ বলে ফিফটি হাকানো রয়ও। তিনি খেলে যান ২৯ বলে ৫৬ রানের ইনিংস। এরপর ভেঙ্কাটেশ আইয়ার ও নিতিশ রানা এসে গড়েন ৪৪ বলে ৮০ রানের জুটি। রানা ঝড়ো ব্যাট করে অবশ্য দুই রানের আক্ষেপ নিয়ে ৪৮ রানে উইকেট হারান। আর আইয়ার করেন ২৬ বলে ৩১ রান।

শেষদিকে রিঙ্কু সিংয়ের ১০ বলে ১৮ ও ডেভিড ভিসের ৩ বলে ১২ রানের অপরাজিত ইনিংসে দুইশতে সংগ্রহ দাঁড়ায় কলকাতার। ব্যাঙ্গালোরের হয়ে হাসারাঙ্গা ডি সিলভা ও বিজয়কুমার। একটি উইকেট পান মোহাম্মেদ সিরাজ।

রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই ফাফ ডু প্লেসিকে হারায় ব্যাঙ্গালোর। তিনি ১৭ রানে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন বিরাট কোহলি। অপরপ্রান্তে এসে পরপর উইকেট হারান শাহবাজ (২) ও ম্যাক্সওয়েল (৫)। এরপর মহিপাল লমরর এসে ১৮ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। একপ্রান্ত আগলে রাখা কোহলি ফিফটি পূর্ণ করেন ৩৩ বলে। আর চার রান যোগ করতেই অবশ্য উইকেট হারান তিনি।  

দিনেশ কার্তিকে নেমে আশা দেখালেও বিদায় নিতে হয় ২২ রানে। শেষদিকে ডেভিড উইলি অপরাজিত ১১ ও বিজয়কুমার ১৩ রান করেও জেতাতে পারেনি দলকে। কলকাতার পক্ষে ৩ উইকেট নেন বরুন চক্রবর্তী। জোড়া উইকেট পান সুয়াস ও আন্দ্রে রাসেল।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।